আইডিসি’র প্রস্তুতকৃত এই পরিসংখ্যানে দেখা গেছে, অ্যান্ড্রয়েড-চালিত ট্যাবলেটগুলো বিক্রির পরিমান ছিল মোট বাজারের ৫৬.৫ শতাংশ। এই তিনমাসে বিক্রি হয়েছে প্রায় ২ কোটি ৭৮ লক্ষ ইউনিট অ্যান্ড্রয়েড ট্যাবলেট যা ২০১২ সালের প্রথম তিনমাসের তুলনায় ২৪৭ শতাংশ বেশি। আইডিসির তথ্যানুসারে, গত বছরের জানুয়ারি-মার্চে বিক্রি হয়েছিল মাত্র ৮০ লক্ষ অ্যান্ড্রয়েড ট্যাবলেট।
অবশ্য এখানে উল্লেখ্য যে, অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বিক্রি বাড়ছে বলে অ্যাপলের আইপ্যাড বিক্রি কমছে এমনটা না। কেননা, ২০১২ সালের প্রথম প্রান্তিকের তুলনায় অ্যাপল এ বছরের প্রথম প্রান্তিকে ৬৫.৩ শতাংশ বেশি আইপ্যাড বিক্রি করেছে। এই পরিসংখ্যানে যেটি প্রথমবারের মতো ঘটেছে তা হলো সর্বোপরি ট্যাবলেট ডিভাইস বিক্রির মধ্যে অ্যান্ড্রয়েড ট্যাবলেটের সংখ্যাই বেশি। সব মিলিয়ে ট্যাবলেটের বিক্রি বেড়েছে যার মধ্যে শীর্ষে রয়েছে অ্যান্ড্রয়েড।
তবে এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড ট্যাবলেটের জন্য খুব ভালো কোনো অ্যাপ্লিকেশন নেই বলেই মনে করেন অনেকে। স্মার্টফোনের জন্য যত অ্যাপ্লিকেশন রয়েছে, তার বেশিরভাগই ট্যাবলেটের বাড়তি স্ক্রিনের জায়গা কাজে লাগিয়ে আলাদা ট্যাবলেট সংস্করণ তৈরি করা হয়নি। যে কারণে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ফোনের জন্য তৈরি অ্যাপ্লিকেশনটিই ট্যাবলেটে বিশালাকার ধারণ করে, যা দেখতে খুব একটা ভালো দেখায় না।
অবশ্য অ্যান্ড্রয়েড ট্যাবলেট বিশ্বব্যাপী ট্যাবলেট মার্কেটের শীর্ষে আসার খবরে এবার হয়তো ডেভেলপাররা ট্যাবলেট অপটিমাইজড অ্যাপ্লিকেশন তৈরির দিকে ঝুঁকবেন, এমনটাই প্রত্যাশা করছেন সবাই।
very good writing
উত্তরমুছুনplease visit www.worldbazar.net free ad publish website