নেক্সাস ৫ তৈরিতে এলজিকেই বেছে নিচ্ছে গুগলঃ সূত্র
নেক্সাস ৫ মে মাসেই বাজারে আসতে পারে, এমন গুজবে ইন্টারনেট ছেয়ে গেলেও সম্প্রতি জানা গেছে, এখনও তৈরিই হয়নি নেক্সাস ৫ নামের গুগলের আগামী নেক্সাস ডিভাইস। তবে কোরিয়ান এক সংবাদমাধ্যম জানিয়েছে, গুগলের সিইও ল্যারি পেইজ ইদানীং কোরিয়ার এলজির অফিসে যাতায়াত বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ, নেক্সাস ৫ তৈরি করার দায়িত্বও এলজির কাঁধেই দিতে যাচ্ছে গুগল।
অবশ্য গুগল বা এলজি এ বিষয়ে এখনও কোনো তথ্য জানায়নি।
গুগলের হার্ডওয়্যার ব্যবসার সফল সিরিজ নেক্সাসের সবচেয়ে ব্যবসা-সফল স্মার্টফোন নেক্সাস ৪ তৈরি করে এলজি। যদিও প্রথম দিকে বারবার স্টক আউট হয়ে যাওয়ার কারণে চরম সমালোচনার মুখে পড়তে হয় এলজিকে, যারা অবশ্য দোষ গুগলের কাঁধে চাপিয়ে দিয়েছে, তবুও নেক্সাস ৪-এর বিল্ড কোয়ালিটি, ডিজাইন ও পারফরম্যান্সের সঙ্গে তুলনামূলক কম দামের দিক দিয়ে অধিকাংশ ব্যবহারকারীর কাছেই বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে নেক্সাস ৪। আর এ কারণেই গুগল সম্ভবত তাদের আগামী ডিভাইস নেক্সাস ৫ তৈরির কাজও এলজিকেই দিতে যাচ্ছে।
এর আগে গুগল নেক্সাস ৭-এর নির্মাতা আসুসকে নেক্সাস ৭-এর সেকেন্ড জেনারেশন ডিভাইস তৈরির দায়িত্ব দিয়েছে বলে প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। সাম্প্রতিক গুজবে এ-ও জানা গেছে যে, নেক্সাস ১০-এর নির্মাতা স্যামসাং-কে নেক্সাস ১১ তৈরির দায়িত্ব দেয়া হয়েছে। এবার স্বভাবতঃই গুগল নেক্সাস ৪-এর পরবর্তী কোনো সংস্করণ আনার দিকে নজর দেবে। আর এই পরবর্তী নেক্সাস ৫ তৈরির জন্য এলজিকেই বেছে নেয়া হয়েছে বলে কোরিয়ান একটি সংবাদমাধ্যম জানিয়েছে।
তবে নেক্সাস ৫ বাজারে আসার পর নেক্সাস ৪ উৎপাদন বন্ধ করে দেয়া হবে কি না সে সম্পর্কে কোনো তথ্য বা গুজব এখনও পাওয়া যায়নি। গুগলের নেক্সাস ডিভাইসের অন্যতম বৈশিষ্ট্য হলো এর তুলনামূলক কম দাম। যদি পাশাপাশি দামে নেক্সাস ৪ ও নেক্সাস ৫ থাকে, তাহলে নেক্সাস ৪-এর বিক্রি কমে যাওয়াই স্বাভাবিক। সেই হিসেবে নেক্সাস ৪-এর ইতি টানলেও তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।
নেক্সাস ৫ কেনার ইচ্ছে আছে কাদের মন্তব্যে জানাতে ভুলবেন না!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন