আমাদের যাদের পিসি/ল্যাপটপ আছে তারা ল্যাপটপ/পিসি ব্যাবহার করতে অনেক সময় অনেক সমস্যার সম্মোখিন হতে হয়। এই সমস্যা গুলো বেশির ভাগ সময় ফোন করে অপরের সাহায্য নিয়ে তা আমারা নিজেরাই সমাধান করে থাকি। কিন্তু অনেক সময় সমস্যা গুলো এমন ই জটিল হয় তা আর ফোন এর সমাধান এর মত থাকে না। তা বাস্তবে কেও এসে সমাধান করে দিতে হয়। যেমনঃ আমর পিসি তে ড্রাইভার ইন্সটল হচ্ছে না, আমি আমার এক আইটি ভাইকে ফোন করে ওনার নির্দেশ মোতাবেক সকল কাজ করেও কোন লাভ হল না। তখন ভাই আমকে বললো আমার পিসি টা ওনার হাত দিয়ে চালাইতে পারলেই হত। কিন্তু তিনি ছিলেন ঢাকায় আমি ছিলাম ময়মনসিংহ। কি আর করা এভাবেই অপেক্ষা করতে হল অনার জন্য ১০ দিন। অপেক্ষা কার কাছে ভাল লাগে বলুন তো?
তাই আজ আমি এমন একটা সফটওয়্যার বিষয়ে বলবো যা দিয়ে আপনি ঘরে বসেই চালাতে পারবেন আপনার আপন জন এর পিসি/ল্যাপটপ , তা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন...। যার নাম TEAM VIEWER । TEAM VIEWER অতি জনপ্রিয় একটি নেটওয়ার্কিং সফটওয়্যার। অনেকেই এর বিষয়ে বিশাদ কিছু জানেন। আমি তেমন জানি না, তবে যেটুকু জানি সে টুকুই আলোচনা করবো। তবে শুরু করা যাক।
এর জন্য যা যা থাকতে হবে
১। দুই বা ততোধিক পিসি/ল্যাপটপ।
২। TEAM VIEWER সফটওয়্যার। দুই পিসি তেই থাকতে হবে।
৩। দুইটা পিসি/ ল্যাপটপ। একটা আপনার আর একটা আপনার প্রিয়জন এর।
৪। দুইটা পিসি তেই নেট সংযোগ থাকতে হবে।
(এখনে দুইটা পিসি বলা হয়েছে। আপনি যদি দুই এর অধিক পিসি তে কন্ট্রোল করতে চান তাহলে সব গুলোতেই থাকতে হবে।)
কাজের ধারা
১। প্রথমে এখান থেকে TEAM VIEWER সফটওয়্যার টি ডাউনলোড করে নেন।
২। দুই পিসি তেই TEAM VIEWER ওপেন করুন। এখানে আপনি Run করতেও পারেন আবার ইন্সটল করতেও পারেন।
৩। এখানে Remote control এ, বাম সাইট এ Allow Remote control এবং ডান সাইট এ Control Remote Computer পাবেন।
৪। Allow Remote control এ আপনার আইডি এবং পাসওয়ার্ড পাবেন । Control Remote Computer এ পার্টনার আইডি ।
৫। আপনি যদি আপনার পার্টনার এর পিসি কন্ট্রোল করতে চান, তাহলে Control Remote Computer এর partner ID তে আপনার পার্টনার এর TEAM VIEWER এ দেখানু আইডি দিয়ে remote control mark থাকা অবস্থাই connect to partner এ ক্লিক করতে হবে। তারপর password বক্স এ আপনার পার্টনার এর TEAM VIEWER এ দেখানু password দিয়ে লগ অন করুন।
৬। এখন ইচ্ছা মত কন্ট্রোল করুন আপনার পার্টনার এর পিসি/ল্যাপটপ।
৭। আপনার পিসি যদি কেও কন্ট্রোল করতে চাই একই ভাবে করতে হবে।
TEAM VIEWER এ কি কি সুবিধা পাবেন
১। আপনার পার্টনার এর পিসির ফুল কন্ট্রোল।
২। ফাইল ট্র্যান্সফার। আপনি আপনার পার্টনার এর পিসি তে যে কোন ড্রাইভ থেকে যে কোন ফাইল আপনার পিসি তে ট্র্যান্সফার করতে পারবেন।
৩। chat , voice chat, video chat, conference etc .
৪। আপনি চাইলে একাধিক পিসি আক সাথে কন্ট্রোল করতে পারবেন। সে ক্ষেত্রে আপনার নেট স্পীড ভাল থাকতে হবে।
৫। আরও অনেক কিছু । যা আপনার নিজেকেই আবিষ্কার করতে হবে ।
শেষ কথা
আপনার পিসি এর নেট স্পীড এর উপর নির্ভর করবে আপনার কন্ট্রোল এর স্পীড। আপনার নেট স্পীড যত বেশি ফাইল ট্র্যান্সফার রেট তত বেশি পাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন