আফতাব সাহেব একটা বইয়ের দোকানে গেলেন বই কিনতে।
বিক্রেতা: স্যার, এ বইটা নিয়ে যান। এটা একটা ভয়ের বই। এতে ভয়ংঙ্কর কালো জাদু সম্পর্কে লেখা আছে!
আফতাব সাহেব: দাম কত?
বিক্রেতা: মাত্র তিন হাজার টাকা।
আফতাব সাহেব: এইটুকু একটা পাতলা বইয়ের এত দাম!!!
বিক্রেতা: জি, স্যার! এই বইতেও কালো জাদুর যথেষ্ঠ প্রভাব আছে।
(এরপর
বিক্রেতা আফতাব সাহেবের কানের কাছে ফিসফিস করে বলতে লাগলেন, ভুলেও কোনোদিন
এই বইয়ের শেষ পৃষ্ঠাটা খুলবেন না! খুললেই আপনি জ্ঞান হারাবেন!)
কৌতূহল
সামলাতে না পেরে বইটি কিনলেন আফতাব সাহেব। পুরো বইটা পড়লেন, কিন্তু শেষ
পৃষ্ঠা আর খুললেন না। একদিন সাহস করে শেষ পৃষ্ঠাটা খুলেই ফেললেন। এরপর
দেখলেন তাতে লেখা রয়েছে...
.
.
.
.
.
সর্বোচ্চ বিক্রয়মূল্য ৩০ টাকা!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন