Blogger Widgets Google glass | প্রযুক্তিকথন.কম

Google glass

গুগল সম্প্রতি তাদের একটি নতুন প্রজেক্ট ঘোষনা করেছে যার নাম গুগল গ্লাস (google glass) বা গুগল চশমা। গুগল গ্লাস চশমার মতই কাজ করবে এবং স্মার্টফোনের মত বিভিন্ন তথ্যাবলী ফুটিয়ে তুলবে চোখের সামনে । ধারণা করা হচ্ছে   গুগল গ্লাস আমাদের কাজের প্রক্রিয়াকেই অনেক পরিবর্তন করবে।আসুন জেনে নিই গুগল গ্লাসের কিছু ব্যবহার যা আপনাকে সাহায্য করবেঃ
১।ভার্চুয়াল আলোচনাঃ  ধরুন আপনি গুগল গ্লাস পড়ে একটি খালি কনফারেন্স রুমে বসে আছেন। গুগল গ্লাসের মাধ্যমে আপনি প্রত্যেক virtual participant দের video projection দেখতে পারবেন। এছাড়াও  তাদের কথাবার্তা রেকর্ড করতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্যাবলীও দেখতে পারবেন। গুগল গ্লাস আপনার পার্সোনাল এসিস্টেন্ট হিসেবে কাজ করবে।
Google_Glass
Google Glass
২।Scanner  হিসেবেঃ গুগল গ্লাস যেকোন ডকুমেন্টকে Scan করে আর্কাইভে রাখতে পারে। এটি কয়াক সেকেন্ড পর পর automatically  নিঃশব্দ ছবি তুলে সংরক্ষন করতে পারে।
৩। Fact Checker হিসেবেঃ  গুগল গ্লাস একটি তাৎক্ষনিক উইকিপিডিয়ার মত কাজ করতে পারে।কোন  topics বা product এর উপর যখন আপনি কথা বলবেন তখন আপনা আপনি গুগল গ্লাসের side display তে ঐ সংক্রান্ত তথ্যাবলী প্রদর্শিত হবে।
৪।ভ্রমনের সঙ্গীঃ ভ্রমনেও আপনার সাথে আছে গুগল চশমা। এটি আপনাকে  আপনার গাড়ির কাছে যাবার পথ দেখিয়ে দিবে। আপনার ফ্লাইট বিলম্বিত হলেও জানিয়ে দিবে। আপনি বিমানে বসে বসে বন্ধুদের সাথে chat  করতে পারবেন।
কি এখনই গুগল চশমা কিনার কথা ভাবতে শুরু করেছেন???

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন