Blogger Widgets Windows surface | প্রযুক্তিকথন.কম

Windows surface


উইন্ডোজ অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট অফিস আর অন্যান্য সফটওয়্যার নিয়ে ভালোই দিন যাচ্ছিল মাইক্রোসফটের। তবে সময়ের সাথে সাথে বদলে যেতে থাকে দৃশ্যপট।স্মার্টফোন আর ট্যাবলেট পিসি’র অব্যাহত জনপ্রিয়তায় উইন্ডোজ অপারেটিং সিস্টেম, অফিস বা অন্যান্য সফটওয়্যারের বিক্রি তেমন একটা না কমলেও সার্বিকভাবে প্রযুক্তি বিশ্ব ঝুঁকে পড়তে থাকে ট্যাবলেট পিসি আর স্মার্টফোনের দিকে। আর এ ক্ষেত্রেই খুব একটা কুলিয়ে উঠতে পারছিল না মাইক্রোসফট।অবশেষে মাইক্রোসফট ‘সারফেস’ নামে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর টাচ স্ক্রিন ট্যাবলেটের ঘোষণা দিয়েছে। যা ২০১৩ এর শুরুর দিকে বাজারে আসতে পারে। সারফেস ব্র্যান্ডের ট্যাবলেট কম্পিউটারের ঘোষণা দিয়ে চমক সৃষ্টি করেছে মাইক্রোসফট। মাইক্রোসফট তাদের নতুন অপারেটিং সিস্টেম এর একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছিল যেখানে সব ধরনের ডিভাইস ই উইন্ডোজ ৮ ব্যাবহার করতে পারবে। সারফেস ট্যাব সেই প্রত্যাশা পুরন করেছে। উইন্ডোজ ৮ বাজারে আসার পর উইন্ডোজ ৮ স্মার্টফোনগুলো যদি বাজারে খুব বেশি সাড়া ফেলতে না পারে, তাহলে উইন্ডোজ ৮ স্মার্টফোন বাজারে নিয়ে আসার জন্য বিদ্যমান পার্টনারদের বাইরে নতুন কোনো পার্টনার খোঁজার চাইতে মাইক্রোসফট নিজেই স্মার্টফোন তৈরিতে নামবে বলেই জানিয়েছিল চায়না ডেইলি, ডাব্লিউপি সেন্ট্রাল, বিজিআর ডটকমসহ বেশ কয়েকটি প্রযুক্তিনির্ভর ওয়েবসাইটগুলো।এর মধ্যে বিজিআর ডটকম জানিয়েছে, ইতোমধ্যেই মাইক্রোসফট তাদের নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন নিয়ে কাজ শুরু করে দিয়েছে। তারা জানিয়েছে, আইফোন ৫ কিংবা গ্যালাক্সি এস৩-এর সাথে পাল্লা দেওয়ার কথা মাথায় রেখেই এসব স্মার্টফোন নিয়ে কাজ করছে মাইক্রোসফট।যার দাম ধরা হয়েছে:
1.Surface with Windows RT, 32 GB (no keyboard cover): $499/£399
2.Surface with Windows RT, 32 GB with Black Touch Cover: $599/£479
3.Surface with Windows RT, 64 GB with Black Touch Cover: $699/£559
4.Surface Touch Cover (white, red, black, cyan, or pink): $119/£99.99
5.Surface Type Cover: $129/£109.99
এক নজরে Surface with Windows 8 Pro:
Developer    : Microsoft
Type              : Tablet computer
Release date: January 2013
Operating system : Windows 8 Pro
Power           : 151.2 kJ
CPU              : Dual-core Intel Core i5 ? MHz
Storage capacity : 64 or 128 GB and microSDXC slot
Memory       : 4 GB dual-channel RAM
Display        : 1920x1080 px  10.6 inches (27 cm) in ClearType Full HD screen with 16:9 aspect ratio
Graphics     : Intel HD Graphics 4000
Input            : 10-point multi-touch screen, pen input, ambient light sensor, accelerometer, gyroscope, compass, microphone
Camera        : 720p front and rear-facing
Connectivity : 2×2 MIMO Wi-Fi (802.11 a/b/g/n), USB 3.0, Mini DisplayPort
Dimensions:  10.81 inches (27.5 cm) (w)
6.81 inches (17.3 cm) (h)
0.53 inches (13 mm) (d)
Weight         : 2 pounds (910 g)
Website       : http://www.surface.com
স্থান সম্পর্কিত আরও  তথ্যের জন্য এখানে ক্লিক করুন।আরও কিছু ছবিঃ



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন