Blogger Widgets হ্যান্ডস-অন রিভিউঃ Walton Primo F1 | প্রযুক্তিকথন.কম

হ্যান্ডস-অন রিভিউঃ Walton Primo F1



হ্যান্ডস-অন রিভিউঃ Walton Primo F1

Walton Primo F1
ওয়াল্টন যখন প্রথম মোবাইল ফোন বের করে, তখন অনেক মানুষকেই হাসাহাসি করতে দেখা গেছে। ওয়াল্টন নামটা যেন কেবল টিভি, ফ্রিজ আর মোটরসাইকেলের সঙ্গেই ভালো যায়। মোবাইল ফোন.. ততোটা না। তাই সাধারণ ফিচার ফোন (জাভা) বাজারে আনলেও খুব একটা নাম করতে পারেনি ওয়াল্টন।
অ্যান্ড্রয়েডের জয়জয়াকার শুরু হওয়ার পর ওয়াল্টন নিশ্চয়ই ভেবেছে, এটাই তাদের সুযোগ। কিছু ভালো ডিভাইস বাজারে আনতে পারলে বাজারটা হাত করে ফেলা সম্ভব। স্মার্টফোনের জনপ্রিয়তা বাড়তে থাকায় আর কমদামে অ্যান্ড্রয়েড ফোন বাজারজাত করা সম্ভব হওয়ায়ই হয়তো ওয়াল্টন অ্যান্ড্রয়েডের দিকে ঝুঁকে।
ওয়াল্টনের প্রথম অ্যান্ড্রয়েড ফোন প্রিমো দিয়ে বাজার মাত করতে না পারলেও যথেষ্ট সুনাম অর্জন করতে সক্ষম হয় প্রতিষ্ঠানটি। যারা তখনও ওয়াল্টনের প্রতি ঝুঁকছিলেন না, তাদের বেশিরভাগেরই কারণ ছিল “ব্র্যান্ড নেম”। ওয়াল্টন ফোন ব্যবহার করবো! এমন কথা শুনতেই কেমন যেন হাস্যকর শোনাতো অনেকের কাছেই।
কিন্তু ওয়াল্টন প্রমাণ করেছে,স্বল্পমূল্যে ভালো পণ্য বাজারে আনতে পারলে ব্র্যান্ড নেম যাই হোক না কেন, ক্রেতা আকৃষ্ট হবেই। আর এ জন্যই আজ ওয়াল্টনের অ্যান্ড্রয়েড ফোনগুলোর জনপ্রিয়তা, চাহিদা ও কৌতুহল সবই অনেক বেশি। আর তাই আজ অ্যান্ড্রয়েড কথন টিম প্রকাশ করছে ওয়াল্টনের অন্যতম কম দামী একটি অ্যান্ড্রয়েড ফোন, ওয়াল্টন প্রিমো এফ ১ এর হ্যান্ডস-অন রিভিউ।

projoktikothon.com এর তৈরি।।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন