পদার্থবিজ্ঞানে ফোটন একটি মৌলিক কণিকা, তড়িৎচুম্বক ক্রিয়ায় আলো এবং অন্যান্য সকল তড়িৎচৌম্বক বিকিরণের মৌলিক একক। তড়িৎচৌম্বক বলের শক্তি সরবরাহকারী মূল কণিকাও ফোটন। এই বলের প্রভাব আণুবীক্ষণিক পর্যায়ে সহজেই পর্যবেক্ষণ করা যায় কারণ ফোটনের কোন স্থিতি ভর নেই যার ফলে ফোটন দীর্ঘ দূরত্বেও পারস্পারিক ক্রিয়া-প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়া করতে সক্ষম। অন্য সকল মৌলিক কণিকার মত কোয়ান্টাম বলবিদ্যায় ফোটন সম্পর্কে আলোচনা করা হয়। ফোটন তরঙ্গ এবং কণা উভয় ধর্মই প্রদর্শন করে। যেমন-একটি বিচ্ছিন্ন ফোটন লেন্সের মাধ্যমে প্রতিসৃত হতে পারে এবং এটি ব্যতিচার প্রদর্শন করে। ফোটনের আধুনিক ধারণাআলবার্ট আইনস্টাইন ধীরে ধীরে উন্নয়ন করেন। তিনি পরীক্ষামূলক পর্যবেক্ষণ ব্যাখ্যার জন্য এই ধারণার প্রবর্তন করেন। আলোক শক্তির কম্পাঙ্ক নির্ভরতা ব্যাখ্যার জন্য আইনস্টাইনের এই ফোটন মডেল প্রয়োজন ছিল। এছাড়া ব্যতিক্রমী পর্যবেক্ষণ যেমন-কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যার জন্য বহু পদার্থবিজ্ঞানী ফোটনের ব্যবহার করেছেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন