Blogger Widgets | প্রযুক্তিকথন.কম

এই গাড়ির কিছু কিছু বৈশিষ্ট্য আছে যা অন্য কোন গাড়ির নেই । এই গাড়ি সয়ংক্রিয় । চলতি পথে গাড়ির কোন সম্যসা হলে গাড়িটি নিজে থেকে সারিয়ে নিতে পারে । গাড়িটি অটোমেটিক ২৩ টি রঙ্গে বদলাতে পারে । নিজে থেকে টায়ার সারাতে পারে এবং এই গাড়ির সব চেয়ে বড় সুবিধা হল এটি নিজে থেকে চলতে পারে ।




আপনার বন্ধু
একটি স্ট্যাটাস দিয়েছে।
এখন তার স্ট্যাটাস এর
মধ্যেই তাকে চমকে দিন একটি ছবি পোস্ট দিয়ে।
কাজ কিন্তু খুব কঠিন না খুব সহজ।
১মে যা করতে হবে তা হলো আপনি যে ছবিটি কমেন্ট
করে পোস্ট করতে চান
সেটি আপলোড করুন। এবার
আপলোড শেষ হলে ছবিটি ফেসবুক থেকে ওপেন করুন অর্থাৎ
যেখানে "add tag",বা "Edit
image"
ইত্যাদি লেখা থাকে।
এবার ওপেন
করা হলে আপনার ব্রাউজারের অ্যাড্রেস বার থেকে লিংক
টি কপি করে নিন।
এবার আপনার বন্ধুর
স্ট্যাটাসে কমেন্ট
বক্সে লিংক্টি বসিয়ে দিন। {With http://}.
ব্যাস এবার দেখুন আপনার বন্ধুর
স্ট্যাটাসে ছবি পোস্ট
গেছে।
সবাইকে ধন্যবাদ।
386658_154927597988239_1404627162_n

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন