Blogger Widgets প্রযুক্তিকথন.কম

ভিজিটর বাড়ান সহজেই।

ভিজিটর হচ্ছে যে কোন ব্লগের প্রান ।
ভিজিটর নাই, তো প্রান নাই। সুতরাং,
আপনি যদি আসলেই ব্লগিং করতে চান,
তাহলে আপনাকে অবশ্যই ভিজিটর বাড়ানোর
দিকে মনোযোগ দিতে হবে । কিন্তু
কিভাবে? নিচের গাইডলাইন্স অনুসরন করুন,
বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার ব্লগের
ট্রাফিক বাড়াতে পারবেন ।
১) নিয়মিত আপনার লেখা প্রকাশ করুন:
আপনাকে অবশ্যই নিয়মিতভাবে আপনার
ব্লগে লিখতে হবে, তা প্রতিদিন ১ বার হোক,
অথবা সপ্তাহে । কিন্তু এমন যেন না হয়, একদিন
৪-৫ টা লিখলেন আর অন্য ৪-৫ দিন বসে থাকলেন

২) কোয়ালিটি কন্টেন্ট লিখুন:
আপনাকে অবশ্যই কোয়ালিটি কন্টেন্টের উপর
জোর দিতে হবে তা সপ্তাহে এক্টাই হোক
না কেন । আপনি প্রতিদিন লিখলেন কিন্তু
একটা ও কোয়ালিটি কন্টেন্ট নয়, কোন লাভ
নাই ।
৩) আপনার ব্লগকে সার্চ ইঞ্জিনে সাবমিট করুন:
আপনাকে প্রতিটি ব্লগ অবশ্যই সার্চ
ইঞ্জিনে সাবমিট করতে হবে , অন্যথায় কোন
লাভ নাই । আপনার কন্টেন্ট সার্চ
করে পেতে হলে অবশ্যই সেগুলো সার্চ
ইঞ্জিনে সাবমিট করতে হবে।
৪) আপনার ব্লগকে সোশ্যাল
মিডিয়াতে প্রমোট করুন:
আপনি যখনি কোন ব্লগ লিখবেন অবশ্যই
তা আপনার সোশ্যাল মিডিয়াতে (ফেসবুক,
টুইটার ইত্যাদি) প্রচার করবেন। এটা আপনার
ব্লগের ভিজিটর কে সাংঘাতিক
ভাবে বাড়াতে সাহাজ্য করবে। আর, সার্চ
ইঞ্জিন গুলো ও এখন খুব মুল্য দেয় এটাকে ।
৫) কোয়ালিটি ব্যাক-লিঙ্ক তৈরি করুন:
আপনাকে অবশ্যই কোয়ালিটি ব্যাক-লিঙ্ক
তৈরি করতে হবে। ফালতু ব্যাক্-লিঙ্ক
তৈরি করে কোন লাভ নাই। আপনাকে অবশ্যই
ভাল পেজ র্যাঙ্কের ব্লগে আপনার ব্লগের
লিঙ্ক তৈরি করতে হবে। ভাল
ব্লগে একটা ব্যাক-লিঙ্ক ফালতু ব্লগে ১০০০
টা ব্যাক-লিঙ্কের চেয়ে ভাল ।
৬) ভিডিও মার্কেটিং:
ভিডিও মার্কেটিং আপনাকে বেশ হেল্প
করবে আপনার সাইটের ভিজিটর বাড়াতে। এ
ক্ষেত্রে আপনি ইউটিউবের সাহায্য
নিতে পারেন । ইউটিউবে আপনার কোন
ভিডিও প্রকাশ করে সেখানে আপনার ব্লগের
লিঙ্ক দিয়ে দিতে পারেন ।
৭) ইয়াহু Answer এ সক্রিয় থাকুন :
ইয়াহু Answer খুবই উপকারি আপনার সাইটের
ভিজিটর বাড়ানোর ক্ষেত্রে।
এখানে আপনি আপনার সাইটের লিঙ্ক
দিলে আপনার ব্যাক-লিঙ্কের তেমন কোন
ভেল্যু নাই, কিন্তু আপনি ভিজিটর ভাল পাবেন
। তবে, আপনাকে ইংলিশ জানতে হবে ।
৮) ফোরামে সক্রিয় থাকুন:
সর্বদা বিভিন্ন ফোরামে সক্রিয় থাকুন,
এটা আপনার সাইটের ভিজিটর বাড়াতে খুবই
হেল্প করবে। কিন্তু স্প্যামিং করবেন না,
অর্থাৎ প্রথম দিন থেকেই ফোরামে আপনার
সাইটের লিঙ্ক দিবেন না ।
৯) সঠিক কি-ওয়ার্ড ব্যবহার করুন:
অবশ্যই আপনাকে সঠিক কি-ওয়ার্ড ব্যবহার
করতে হবে। সঠিক কি- ওয়ার্ড নির্বাচন খুবই গুরত্ত
পূর্ণ ব্যাপার । এটা আপনার সাইটের
অরাগানিক ভিজিটর বাড়াতে হেল্প করবে।
১০) ডিরেক্টরি সাবমিশন:
আপনার সাইটকে অবশ্যই বিভিন্ন
ডিরেক্টরিতে সাবমিট করতে হবে।
এটা ভিজিটর বাড়ানোর এক অনন্য উপায়।
গুগলে সার্চ দিলে অনেক গুলো ফ্রী সাইট
পাবেন ডিরেক্টরি সাবমিশনের জন্য

অ্যান্ড্রয়েড এখন ট্যাবলেট জগতের শীর্ষে

স্মার্টফোন জগতে অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোনগুলো অনেক আগেই আইওএস ও উইন্ডোজ ফোন-সহ অন্যান্য স্মার্টফোনকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে নিয়েছে। কিন্তু অ্যাপল তাদের আইপ্যাড দিয়ে দীর্ঘদিন ধরেই ট্যাবলেট বাজারের শীর্ষস্থান ধরে রেখেছিল। কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের প্রথম তিন মাসে অন্য যে কোনো ট্যাবলেটের চেয়ে অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বিক্রির পরিমান ছিল বেশি।

আইডিসি’র প্রস্তুতকৃত এই পরিসংখ্যানে দেখা গেছে, অ্যান্ড্রয়েড-চালিত ট্যাবলেটগুলো বিক্রির পরিমান ছিল মোট বাজারের ৫৬.৫ শতাংশ। এই তিনমাসে বিক্রি হয়েছে প্রায় ২ কোটি ৭৮ লক্ষ ইউনিট অ্যান্ড্রয়েড ট্যাবলেট যা ২০১২ সালের প্রথম তিনমাসের তুলনায় ২৪৭ শতাংশ বেশি। আইডিসির তথ্যানুসারে, গত বছরের জানুয়ারি-মার্চে বিক্রি হয়েছিল মাত্র ৮০ লক্ষ অ্যান্ড্রয়েড ট্যাবলেট।