ভিজিটর হচ্ছে যে কোন ব্লগের প্রান ।
ভিজিটর নাই, তো প্রান নাই। সুতরাং,
আপনি যদি আসলেই ব্লগিং করতে চান,
তাহলে আপনাকে অবশ্যই ভিজিটর বাড়ানোর
দিকে মনোযোগ দিতে হবে । কিন্তু
কিভাবে? নিচের গাইডলাইন্স অনুসরন করুন,
বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার ব্লগের
ট্রাফিক বাড়াতে পারবেন ।
১) নিয়মিত আপনার লেখা প্রকাশ করুন:
আপনাকে অবশ্যই নিয়মিতভাবে আপনার
ব্লগে লিখতে হবে, তা প্রতিদিন ১ বার হোক,
অথবা সপ্তাহে । কিন্তু এমন যেন না হয়, একদিন
৪-৫ টা লিখলেন আর অন্য ৪-৫ দিন বসে থাকলেন
।
২) কোয়ালিটি কন্টেন্ট লিখুন:
আপনাকে অবশ্যই কোয়ালিটি কন্টেন্টের উপর
জোর দিতে হবে তা সপ্তাহে এক্টাই হোক
না কেন । আপনি প্রতিদিন লিখলেন কিন্তু
একটা ও কোয়ালিটি কন্টেন্ট নয়, কোন লাভ
নাই ।
৩) আপনার ব্লগকে সার্চ ইঞ্জিনে সাবমিট করুন:
আপনাকে প্রতিটি ব্লগ অবশ্যই সার্চ
ইঞ্জিনে সাবমিট করতে হবে , অন্যথায় কোন
লাভ নাই । আপনার কন্টেন্ট সার্চ
করে পেতে হলে অবশ্যই সেগুলো সার্চ
ইঞ্জিনে সাবমিট করতে হবে।
৪) আপনার ব্লগকে সোশ্যাল
মিডিয়াতে প্রমোট করুন:
আপনি যখনি কোন ব্লগ লিখবেন অবশ্যই
তা আপনার সোশ্যাল মিডিয়াতে (ফেসবুক,
টুইটার ইত্যাদি) প্রচার করবেন। এটা আপনার
ব্লগের ভিজিটর কে সাংঘাতিক
ভাবে বাড়াতে সাহাজ্য করবে। আর, সার্চ
ইঞ্জিন গুলো ও এখন খুব মুল্য দেয় এটাকে ।
৫) কোয়ালিটি ব্যাক-লিঙ্ক তৈরি করুন:
আপনাকে অবশ্যই কোয়ালিটি ব্যাক-লিঙ্ক
তৈরি করতে হবে। ফালতু ব্যাক্-লিঙ্ক
তৈরি করে কোন লাভ নাই। আপনাকে অবশ্যই
ভাল পেজ র্যাঙ্কের ব্লগে আপনার ব্লগের
লিঙ্ক তৈরি করতে হবে। ভাল
ব্লগে একটা ব্যাক-লিঙ্ক ফালতু ব্লগে ১০০০
টা ব্যাক-লিঙ্কের চেয়ে ভাল ।
৬) ভিডিও মার্কেটিং:
ভিডিও মার্কেটিং আপনাকে বেশ হেল্প
করবে আপনার সাইটের ভিজিটর বাড়াতে। এ
ক্ষেত্রে আপনি ইউটিউবের সাহায্য
নিতে পারেন । ইউটিউবে আপনার কোন
ভিডিও প্রকাশ করে সেখানে আপনার ব্লগের
লিঙ্ক দিয়ে দিতে পারেন ।
৭) ইয়াহু Answer এ সক্রিয় থাকুন :
ইয়াহু Answer খুবই উপকারি আপনার সাইটের
ভিজিটর বাড়ানোর ক্ষেত্রে।
এখানে আপনি আপনার সাইটের লিঙ্ক
দিলে আপনার ব্যাক-লিঙ্কের তেমন কোন
ভেল্যু নাই, কিন্তু আপনি ভিজিটর ভাল পাবেন
। তবে, আপনাকে ইংলিশ জানতে হবে ।
৮) ফোরামে সক্রিয় থাকুন:
সর্বদা বিভিন্ন ফোরামে সক্রিয় থাকুন,
এটা আপনার সাইটের ভিজিটর বাড়াতে খুবই
হেল্প করবে। কিন্তু স্প্যামিং করবেন না,
অর্থাৎ প্রথম দিন থেকেই ফোরামে আপনার
সাইটের লিঙ্ক দিবেন না ।
৯) সঠিক কি-ওয়ার্ড ব্যবহার করুন:
অবশ্যই আপনাকে সঠিক কি-ওয়ার্ড ব্যবহার
করতে হবে। সঠিক কি- ওয়ার্ড নির্বাচন খুবই গুরত্ত
পূর্ণ ব্যাপার । এটা আপনার সাইটের
অরাগানিক ভিজিটর বাড়াতে হেল্প করবে।
১০) ডিরেক্টরি সাবমিশন:
আপনার সাইটকে অবশ্যই বিভিন্ন
ডিরেক্টরিতে সাবমিট করতে হবে।
এটা ভিজিটর বাড়ানোর এক অনন্য উপায়।
গুগলে সার্চ দিলে অনেক গুলো ফ্রী সাইট
পাবেন ডিরেক্টরি সাবমিশনের জন্য।
ভিজিটর বাড়ান সহজেই।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন