Walton Primo X1 হচ্ছে প্রিমো এন১ এর চাইতে কিছুটা ছোট ৪.৬৫ ইঞ্চি আকারের অ্যামোলেড ডিসপ্লে সম্পন্ন ডিভাইস। প্রিমো সিরিজের অন্যান্য ডিভাইসগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন বিল্ড কোয়ালিটির তৈরি ওয়াল্টন প্রিমো এক্স১, যার ডিসপ্লে অ্যামোলেড হবার কারণে অ্যান্ড্রয়েড প্রেমীদের মধ্যে বেশ আগ্রহ দেখা যায়।
ডিজাইন এর দিক দিয়ে নতুন মাত্রা যুক্ত করেছে ওয়াল্টন। পূর্বে এন১ এর আকার নিয়ে যারা চিন্তিত ছিলেন তাদের জন্যেই হয়তো ওয়াল্টন এর এই ডিভাইস।
এর পুরুত্ব মাত্র ৮.৬ মিলিমিটার। যারা স্লিম ডিভাইস পছন্দ করেন তাদের এই ডিভাইসটি বেশ পছন্দ হবার কথা। আর এন১ এর মত এটিও ৩জি সুবিধা সম্পন্ন এবং এতে ২টি সিম ব্যবহার করা যাবে। এতে আরো রয়েছে করনিং গরিলা গ্লাস ২ যা আমরা স্যামসাং এর মত ফোনগুলোতে দেখতে পাই।
সিপিউ
ওয়াল্টন প্রিমো এক্স১ এ রয়েছে মিডিয়াটেক এর এমটিকে৬৫৮৯ (MTK6589) প্রসেসর যা করটেক্স এ৭ ভিত্তিক এবং ১.২ গিগাহার্জ গতিতে চলবে। এতে থাকছে ১ গিগাবাইট র্যাম এবং গ্রাফিক্স প্রসেসিং ইউনিটে থাকছে PowerVR SGX544MP। এখানেও এন১ এর মত অবাক হবার বিষয় আছে। কারণ এতে ইউজার অ্যাভেইলেবল র্যাম ৯৭২এমবি যা ১ গিগাবাইট র্যাম সম্পন্ন খুব কম ডিভাইসে দেখা যায়।
ডিসপ্লে
এক্স১ এ থাকছে ৪.৬৫ ইঞ্চি আকারের সুপার অ্যামোলেড ডিসপ্লে যার রেজুলেশন ১২৮০*৭২০ (HD) পিক্সেল যার পিক্সেল পার ইঞ্চি (PPi) ৩১৬পি। ৪.৬৫ ইঞ্চি ডিসপ্লে এর জন্যে এই রেজুলেশন বেশ উপযুক্ত এবং ডিসপ্লে শার্পনেস বেশ ভালো
সেন্সর
ওয়াল্টন প্রিমো এক্স১-এ স্মার্টফোনের প্রয়োজনীয় প্রায় সব ধরনের সেন্সরই দেয়া হয়েছে। এতে রয়েছে অ্যাক্সেলেরোমিটার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর, ওরিয়েন্টেশন সেন্সর এবং ম্যাগনেটিক ফিল্ড সেন্সর।ক্যামেরা
প্রিমো এক্স১ এর অটো-ফোকাস সুবিধাসহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ফেসিং ১ মেগাপিক্সেল ক্যামেরা। অবশ্য বেশ ভিড় থাকার কারণে ক্যামেরা দিয়ে খুব একটা ভালো স্যাম্পল ছবি তোলা সম্ভব হয়নি। তাই ক্যামেরা স্যাম্পল দেয়া হলো না। পেছনের ক্যামেরা দিয়ে ১০৮০পি এইচডি ভিডিও রেকর্ড করার সুবিধা রয়েছে।ইউজার ইন্টারফেস
ওয়াল্টন প্রিমো এক্স১-এ অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন-এর স্টক ইউজার ইন্টারফেস দেয়া হয়েছে। কিন্তু ডিসপ্লেতে থাকা ইউনিটের টাচ রেসপন্স খুব একটা সুবিধাজনক মনে হয়নি। অন্যান্য কোয়াড কোর ফোন এর তুলনায় এটি খানিকটা ল্যাগ করে যা বেশ বিরক্তিকর লেগেছে। তবে সেটা অন্যান্য লঞ্চার ব্যবহার করে ঠিক করে ফেলা সম্ভব।
বেঞ্চমার্ক
যেকোনো রিভিউতে ফোনটির বেঞ্চমার্ক এখন একটি অত্যাবশকীয় বিষয়। সে জন্যই নিচে রইল ওয়াল্টন প্রিমো এক্স ১-এর বেঞ্চমার্ক স্কোর। প্রথমেই রইল AnTuTu Benchmark এর রেজাল্ট।তারপর আসা যাক NenaMark 2.4 এ। এখানে প্রিমো এক্স১ স্যামসাং গ্যালাক্সি ২ এর নিচে অবস্থান করছে ৩৯.২ মার্ক পেয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন