এবার জেনে নিন কিভাবে JELLY BEAN 4.1.2 কাস্টম রম ওয়ালটন প্রিমো আর ১ এ ইন্স্টল করবেন। যেসকল ফাইল লাগবে ১. MTK ড্রাইভার http://www.4shared.com/rar/yQBcE8Hs/Guide_wth_driver.html? ২. Flash Tool http://www.4shared.com/zip/4vPFYaIy/SP_Flash_Tool_exe_v3121602.html ৩. JELLY BEAN 4.1.2 কাস্টম রম http://www.mediafire.com/?0fjl8gf5l3b0920এবার জেনে নিন কিভাবে কি করতে হবে।তার আগে কিছু জিনিস মনে রাখবেন।
- আপনার পিসি/ল্যাপটপ এ অবশ্যই প্রিমো ড্রাইভার ইন্সটল থাকতেই হবে,নাহলে কিছুতেই কিছু হবেনা।
- পিসি তে ইউপিএস রাখতে হবে অথবা ল্যাপটপ হলেও হবে,কারন বিদ্যুৎ গেলে সব গেলো।
- ঠান্ডা মাথায় কাজ করবেন।
- এতে ওয়ারেন্টি নষ্ট হবে।তাই সাহস না থাকলে এই কাজ করতে যাবেন না।
যেসকল ফাইল লাগবে ১. MTK ড্রাইভার ২. Flash Tool ৩. JELLY BEAN 4.1.2 কাস্টম রম একটা কথা: যখন কোন কাস্টম রম ইন্স্টল করবেন, তার আগে আপনার চলতি রম এর ব্যাক-আপ নিতে ভুলবেন না কিভাবে করবেন ১. প্রথমে আপনার কম্পিউটারে ড্রাইভার ইন্স্টল করুন। ২. Flash Tool Extract করুন 3. রম Extract করুন চিএ তে যেভাবে দেখানো হয়েছে http://www.techtunes.com.bd/tDrive/tuner/mizan1605/205203/rom.png ৪.Flash Tool এ গিয়ে Sp Flash Tool.exe run করান। ৫. Satter-loading অপশন এ ক্লিক করে রম এর ফোল্ডার ব্রাউজ করে "MT6577_Android_scatter_emmc.txt" সিলেক্ট করূন http://www.techtunes.com.bd/tDrive/tuner/mizan1605/205203/sp.png ৬. এরপর ফোন অফ করে ব্যাটারি খূলে ফেলুন. Flash Tool এ Download এ ক্লিক করে ফোন ক্যাবল দিয়ে কানেক্ট করুন এবং এরপর ব্যাটারি ফোনে কানেক্ট করুন। ৭. বাকি কাজ ফ্লাশ Tool একাই করবে, কাজ শেষ হলে চিএ এর মত হবে। http://www.techtunes.com.bd/tDrive/tuner/mizan1605/205203/New-Bitmap-Image.jpg
উপভোগ করুন JELLY BEAN 4.1.2 আপনার ওয়ালটন প্রিমো আর ১ এ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন