Blogger Widgets ফেসবুক মেসেঞ্জারে এসেছে চ্যাট হেড | প্রযুক্তিকথন.কম

ফেসবুক মেসেঞ্জারে এসেছে চ্যাট হেড

আজ ১২ই এপ্রিল। সারাবিশ্বের অনেকেই একটু পরপর গুগল প্লে স্টোর রিফ্রেশ করছেন কখন ফেসবুক হোমের দেখা মিলবে। হ্যাঁ, আজই ফেসবুক হোমের আনুষ্ঠানিক মুক্তি পাবার কথা রয়েছে। কিন্তু ফেসবুক হোম এখনও না আসলেও এর একটি সুবিধা ইতোমধ্যেই চলে এসেছে ফেসবুক মেসেঞ্জারে।

ফেসবুক হোমের অন্যতম সুবিধা ছিল চ্যাট হেড, যেখানে যাদের সঙ্গে চ্যাট করছেন তাদের প্রোফাইল ছবিগুলো হোমস্ক্রিনে দেখা যেতো। ফেসবুক তাদের হোম লঞ্চারটি ছাড়ার ঠিক পূর্ব মুহূর্তে তাদের ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের নতুন একটি আপডেট রিলিজ করেছে। আর এই আপডেটে দেখা যাচ্ছে ফেসবুক হোমের চ্যাট হেড সুবিধাটি।
নামটা একটু হাস্যকর হলেও চ্যাট হেড ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা এবং হোমস্ক্রিনে অ্যাপ্লিকেশন শর্টকাট রাখতে না পারার কারণে ফেসবুক হোম সমালোচিত হলেও যেসব দিক দিয়ে ফেসবুক হোম প্রশংসা পেয়েছে তার মধ্যে চ্যাট হেড অন্যতম। কেননা, এর মাধ্যমে সবচেয়ে বেশি সহজ হয় দুইজন বা তার বেশি বন্ধুদের সঙ্গে চ্যাট করার সময় উইন্ডো পরিবর্তন করা।
বর্তমান ডিজাইন অনুসারে আপনাকে ফেসবুক মেসেঞ্জারের মূল পাতায় গিয়ে অন্য কোনো কনভার্সেশন সিলেক্ট করতে হয়। কিন্তু চ্যাট হেডের মাধ্যমে আপনি প্রোফাইল ছবিতে ট্যাপ করেই সেই বন্ধুর সঙ্গে চ্যাট করতে পারবেন।
আপনার অ্যান্ড্রয়েড ফেসবুক মেসেঞ্জার ইন্সটল করা থাকলে এখনই প্লে স্টোরে দেখুন আপডেট এসেছে কি না। এসে থাকলে ইন্সটল করে ফেলতে পারেন নতুন এই চ্যাট হেড সমৃদ্ধ আপডেটটি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন