Blogger Widgets মাইক্রোসফটঃ অন্যকে নিন্দা করে নিজের সুনাম করা এক কোম্পানি | প্রযুক্তিকথন.কম

মাইক্রোসফটঃ অন্যকে নিন্দা করে নিজের সুনাম করা এক কোম্পানি


সম্প্রতি মাইক্রোসফট, নকিয়া এবং ওরাকলসহ বেশ কয়েকটি কোম্পানি মিলে ইউরোপীয় ইউনিয়নের কাছে গুগলের বিরুদ্ধে অভিযোগ করেছে। তাদের অভিযোগের বিষয়বস্তু, গুগল এবং অ্যান্ড্রয়েড। কোম্পানিগুলো দাবি করছে, গুগলের জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড প্রতিযোগিতামূলক বাজারে গুগলের মোবাইল অ্যাপ্লিকেশনগুলোকে “অন্যায়ভাবে” বাড়তি সুবিধা দিচ্ছে যার ফলে প্রতিযোগী কোম্পানিগুলো সুযোগ পাচ্ছে না। এছাড়াও গ্রুপের অভিযোগ, স্বল্পমূল্যে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীর হাতে পৌঁছে দিতে গুগলের কার্যক্রমও অন্যান্য কোম্পানিগুলোর জন্য প্রতিযোগিতা কঠিন করে দিচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন