Blogger Widgets মজিলা ও স্যামসাং মিলে কাজ করছে নতুন ব্রাউজারে | প্রযুক্তিকথন.কম

মজিলা ও স্যামসাং মিলে কাজ করছে নতুন ব্রাউজারে

মজিলা সম্প্রতি জনপ্রিয় ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং-এর সঙ্গে নতুন এক পার্টনারশিপের কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ব্লগে প্রকাশিত এক পোস্টে ঘোষণা করেছে, স্যামসাং-এর সঙ্গে মিলে তারা “আগামী প্রজন্মের” ওয়েব ব্রাউজারের জন্য নতুন একটি ইঞ্জিন তৈরিতে কাজ করবে। প্রাথমিকভাবে কেবল অ্যান্ড্রয়েড এবং এআরএম-চালিত ডিভাইসের জন্যই নতুন এই ব্রাউজার ইঞ্জিনটি তৈরি করা হবে যার নাম রাখা হয়েছে “সারভো” (Servo)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন