অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যখন ৪.২ ছাড়িয়ে কি লাইম পাই ৫.০-এর
দিকে এগোচ্ছে, ঠিক তখন সনি ঘোষণা করলো তাদের এক্সপেরিয়া পি, এক্সপেরিয়া
গো এবং এক্সপেরিয়া ই ডুয়েল ফোনের জন্য অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন।
সাধারণত সনি একটু দেরিতেই অ্যান্ড্রয়েড আপডেট দিয়ে থাকে, কেননা তারা
তাদের অ্যান্ড্রয়েড আপডেটগুলো নিজেদের সফটওয়্যারের সঙ্গে ভালোমতো
কাস্টোমাইজ করে তারপর রিলিজ করে থাকে।
আর এবারের আপডেটেও সনি রেখেছে নতুন কিছু সুবিধা।
ওয়াকম্যান
সনি জানিয়েছে, অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন আপডেটের ওয়াকম্যান মিউজিক অ্যাপ্লিকেশনে এবং গ্যালারিতে বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে যার মাধ্যমে আপনি আগের চেয়ে সহজে বিভিন্ন ছবি, ভিডিও কিংবা গান বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন। পারফরম্যান্সেও উন্নতি আনা হয়েছে বলে জানা গেছে।
ব্যাটারি স্ট্যামিনা মোড
ব্যাটারি স্ট্যামিনা মোড হচ্ছে সনি এক্সপেরিয়ার নতুন একটি সুবিধা যেটি অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন-এ আপডেট করলে ব্যবহারকারীরা পাবেন। এর মাধ্যমে আপনি আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আরও বেশি পাবেন। সনি জানিয়েছে, এর একটি বিশেষত্ব হলো যখন স্ক্রিন অফ থাকবে, তখন সনি ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশনগুলো বন্ধ করে রাখবে। আবার স্ক্রিন চালু হওয়ার সঙ্গে সঙ্গেই সব অ্যাপ্লিকেশন চালু হয়ে যাবে।
সনি জানিয়েছে, এই মোডটি কাস্টোমাইজেবল। ফলে, আপনি আপনার পছন্দমতো ব্যাটারি কীভাবে খরচ হবে তা ঠিক করে দিতে পারবেন। বলা যায়, এটিই নতুন আপডেটের অন্যতম বৈশিষ্ট্য।
গুগল নাও
গুগল নাও সুবিধাটি জেলি বিনের নিচের অ্যান্ড্রয়েড সহজলভ্য নয়। আর সনি এক্সপেরিয়ার নতুন আপডেটের সঙ্গে গুগল নাও তো থাকছেই। এর মাধ্যমে আপনি বিভিন্ন কাজ কেবল ভয়েস কমান্ডের মাধ্যমেই সারতে পারবেন। অনেকটা আইফোনের সিরির মতোই কাজ করে এই গুগল নাও। একেও নতুন আপডেটের অন্যতম একটি বৈশিষ্ট্য বলা যেতে পারে।
সনি জানিয়েছে, ব্যবহারকারীরা সনি পিসি কমপ্যানিয়নের মাধ্যমে আপডেট করতে পারবেন। এই সপ্তাহ থেকে শুরু করে মে মাসের শেষ পর্যন্ত সময়ের মধ্যেই সনি এক্সপেরিয়া পি, গো এবং ই ডিভাইসগুলোয় আপডেট দিয়ে দিবে বলে জানিয়েছে।
এছাড়াও এক্সপেরিয়া এস, এক্সপেরিয়া এসএল, এক্সপেরিয়া আয়ন এবং এক্সপেরিয়া অ্যাক্রো এস ব্যবহারকারীরা মে মাসের শেষ দিক থেকে অ্যান্ড্রয়েড ৪.১ আপডেট পাবেন বলেও জানিয়েছে সনির অফিসিয়াল ওয়েবসাইট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন