বিশালাকার গুগল টিভি আনছে এলজি যাতে রয়েছে প্লে স্টোর!!!!!!!!
গুগল টিভির নাম হয়তো সবাই শোনেননি। গুগলের এই টিভি প্ল্যাটফর্মটি এখনও
ততোটা জনপ্রিয় হয়ে না ওঠারই অন্যতম কারণ এটি না শোনার। কিন্তু
প্রস্তুতকারকরা চাইলে অ্যাপল টিভির মতো গুগল টিভিকেও আবার স্পটলাইটে নিয়ে
আসতে পারেন। আর ঠিক তেমনটা করতেই এবার এলজি তৈরি করেছে নতুন মডেলের থ্রিডি
সুবিধাসম্পন্ন এইচডিটিভি যাতে ইন্ট্রিগ্রেটেড রয়েছে গুগল টিভি
প্ল্যাটফর্ম।
আসছে জানয়ারির কনজিউমার ইলেকট্রনিক্স শো-তে এলজি
নতুন এই গুগল টিভি সেট প্রদর্শনী করাবে। সূত্র জানিয়েছে, ৪২, ৪৭, ৫০, ৫৫
এবং ৬০ ইঞ্চি আকারে এই টিভিগুলো পাওয়া যাবে। এগুলো এলজির আগের ব্যাচের
তুলনায় অনেক পাতলা এবং দেখতেও আগের চেয়ে বেশ স্মার্ট। আর এতে রয়েছে গুগল
টিভির ৩.০ সংস্করণ যেটায় প্রাইমটাইম ও ভয়েস সার্চ সহ নতুন বেশ কিছু
সুবিধা যোগ করা হয়েছে।
গুগল
টিভির ইউজার ইন্টারফেস কখনোই খুব একটা সুবিধার ছিল না। আর সেই দুর্বলতা দূর
করতেই প্রথমবারের মতো এলজি তাদের নতুন টিভিগুলোয় নিজেদের ডিজাইন করা
ইউজার ইন্টারফেস বসিয়েছে। ফলে ব্যবহারকারীরা গুগল টিভি ব্যবহার করে আগের
চেয়ে ভালো অভিজ্ঞতা পাবেন এমনটাই আশা করছেন সবাই।
এলজির নতুন এই
স্মার্ট টিভিগুলোয় এলজির নিজস্ব কিছু অ্যাপস ও গুগল টিভির অ্যাপ্লিকেশনের
পাশাপাশি গুগল প্লে স্টোরেও অ্যাক্সেস রয়েছে। ফলে, প্লে স্টোরের গেমগুলোও
চাইলে উপভোগ করতে পারবেন দর্শকরা। আর সেই সঙ্গে স্মার্টটিভির গতানুগতিক
সুবিধা যেমন ইউটিউব ও ওয়েব ব্রাউজিং-এর সুবিধা তো আছেই, থ্রিডি মুভি দেখার
অভিজ্ঞতা দিতেও সক্ষম এলজির নতুন এসব টিভি।
বিশালাকার গুগল টিভি আনছে এলজি যাতে রয়েছে প্লে স্টোর!!!!!!!!
গুগল টিভির নাম হয়তো সবাই শোনেননি। গুগলের এই টিভি প্ল্যাটফর্মটি এখনও ততোটা জনপ্রিয় হয়ে না ওঠারই অন্যতম কারণ এটি না শোনার। কিন্তু প্রস্তুতকারকরা চাইলে অ্যাপল টিভির মতো গুগল টিভিকেও আবার স্পটলাইটে নিয়ে আসতে পারেন। আর ঠিক তেমনটা করতেই এবার এলজি তৈরি করেছে নতুন মডেলের থ্রিডি সুবিধাসম্পন্ন এইচডিটিভি যাতে ইন্ট্রিগ্রেটেড রয়েছে গুগল টিভি প্ল্যাটফর্ম।
আসছে জানয়ারির কনজিউমার ইলেকট্রনিক্স শো-তে এলজি নতুন এই গুগল টিভি সেট প্রদর্শনী করাবে। সূত্র জানিয়েছে, ৪২, ৪৭, ৫০, ৫৫ এবং ৬০ ইঞ্চি আকারে এই টিভিগুলো পাওয়া যাবে। এগুলো এলজির আগের ব্যাচের তুলনায় অনেক পাতলা এবং দেখতেও আগের চেয়ে বেশ স্মার্ট। আর এতে রয়েছে গুগল টিভির ৩.০ সংস্করণ যেটায় প্রাইমটাইম ও ভয়েস সার্চ সহ নতুন বেশ কিছু সুবিধা যোগ করা হয়েছে।
গুগল টিভির ইউজার ইন্টারফেস কখনোই খুব একটা সুবিধার ছিল না। আর সেই দুর্বলতা দূর করতেই প্রথমবারের মতো এলজি তাদের নতুন টিভিগুলোয় নিজেদের ডিজাইন করা ইউজার ইন্টারফেস বসিয়েছে। ফলে ব্যবহারকারীরা গুগল টিভি ব্যবহার করে আগের চেয়ে ভালো অভিজ্ঞতা পাবেন এমনটাই আশা করছেন সবাই।
এলজির নতুন এই স্মার্ট টিভিগুলোয় এলজির নিজস্ব কিছু অ্যাপস ও গুগল টিভির অ্যাপ্লিকেশনের পাশাপাশি গুগল প্লে স্টোরেও অ্যাক্সেস রয়েছে। ফলে, প্লে স্টোরের গেমগুলোও চাইলে উপভোগ করতে পারবেন দর্শকরা। আর সেই সঙ্গে স্মার্টটিভির গতানুগতিক সুবিধা যেমন ইউটিউব ও ওয়েব ব্রাউজিং-এর সুবিধা তো আছেই, থ্রিডি মুভি দেখার অভিজ্ঞতা দিতেও সক্ষম এলজির নতুন এসব টিভি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন